চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুনিমের অভিষেকের ‘ভালো সুযোগ’ দেখছেন মাহমুদউল্লাহ

KSRM

বিপিএল মাতিয়ে জাতীয় দলে আসা মুনিম শাহরিয়ার অনুশীলনেও দেখিয়েছেন সাহসী ব্যাটিং মনোভাব। বৃহস্পতিবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অভিষেক হয়ে যেতে পারে তরুণ ওপেনারের। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুনিমের ভালো সুযোগ আছে কালকে। তবে এখনই নিশ্চিত করে বলতে পারব না, উইকেট দেখলাম, আমরা পরিকল্পনা করবো ব্যাটিং অর্ডার কীভাবে সাজাতে চাই।’

টি-টুয়েন্টি দলের নতুন মুখ মুনিম ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে মারকুটে ব্যাটিং করে নির্বাচকদের নজরে আসেন। বিপিএল ড্রাফটে দল না পেলেও পরে সুযোগ পান। ফরচুন বরিশালের হয়ে খেলা ২৩ বছর বয়সী ওপেনার ১৫২.১৩ স্ট্রাইকরেটে ৬ ম্যাচে করেন ১৭৮ রান।

পুরস্কারও পান সঙ্গে সঙ্গেই। ডাক পান দলে। জাতীয় দলের নেটেও মুনিমের আগ্রাসী ব্যাটিং চোখে পড়ছে সবার।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View