চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুক্তির আট বছর: যে পাঁচ কারণে দেখা উচিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’

ক্রাইম থ্রিলার জনরার ছবিগুলোর মধ্যে ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম একটি ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’। অনুরাগ কাশ্যপের নির্মাণে যে ছবিটি মুক্তির আট বছর পূর্ণ করলো। বলিউডে প্রতি বছর অনেক সিনেমা মুক্তি পেলেও খুব অল্প কিছু ছবি দর্শকের মনে দাগ কাটতে পারে। তেমনই একটি ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুুর’। যদি সিনেমাটি এখনও না দেখে থাকেন, তবে জেনে নিন সিনেমাটি দেখা উচিত কোন পাঁচটি কারণে:

তারকা নির্বাচন: এই সিনেমায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো দক্ষ অভিনেতারা। চরিত্রের সাথে পুরোপুরি মিশে গিয়েছিলেন তারা। এছাড়াও ছিলেন হুমা কুরেশি।

Bkash July

গল্প: বাস্তবধর্মী চরিত্র নিয়ে তৈরি করা হয়েছে এই ছবির গল্প। গল্পের অনেক মোড়, মোড়ে মোড়ে আছে চমক।

শুটিং লোকেশন: মুম্বাইয়ে শুটিং না করে ছবির শুটিং করা হয়েছে বিহার এবং বেনারসের কয়েকটি স্থানে। ফলে ছবির গল্পের সাথে স্থানগুলো মানানসই হয়েছে।

Reneta June

সংলাপ: ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমাতে বেশ কিছু আপত্তিকর সংলাপ ছিল, ছিল সহিংস দৃশ্য। তবুও ছবির বেশ কিছু সংলাপ এতটাই শক্তিশালী যে এখনও সেগুলো মানুষের মুখে মুখে।

গান: সংগীতপ্রেমীদের জন্য এই সিনেমা আশীর্বাদের মতো। ছবিতে ভারতের কিছু লোকগান ব্যবহার করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View