
নৌকার বিজয়কে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতি উৎসর্গ করে উত্তরবঙ্গের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহীর মেয়র পদে বিজয়ী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উন্নয়নের জন্য নৌকার বিজয়ের ধারাবাহিকতা রাখার আশা প্রকাশ করেছেন তিনি।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সন্তান খায়রুজ্জামান লিটন প্রায় ৮৮ হাজার ভোটের ব্যাবধানে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে পরাজিত করেন। ১ লাখ ৬৬ হাজার ভোট পেয়ে রাজশাহী নগরীর নতুন মেয়র হলেন তিনি।
বেসরকারিভাবে ফল জানার পর নতুন মেয়র জানালেন, মানুষের ভোটের ঋণ তিনি উন্নয়ন দিয়েই পূরণ করবেন। যারা নৌকায় ভোট দেননি তিনি তাদেরও সেবক হয়ে থাকতে চান বলেও জানান তিনি।

সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করার জন্য ইসি এবং প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন খায়রুজ্জামান লিটন।