চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মক্কা-মদিনায় আলি ফজল

হলিউড ছবি ‘কান্দাহার’ এর শুটিং-এর জন্য বর্তমানে সৌদি আরবে আছেন আলি ফজল। শুটিং-এর অবসরে মক্কা-মদিনায় ঘুরে এসেছেন অভিনেতা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে আলি ফজল লিখেছেন, ‘প্রথমে মদিনা ও পরে মক্কা! শুটিং-এর জন্য এসে কী দারুণ সমাপ্তি! অনেক সৌভাগ্যবান আমি। এটা আম্মা ও নানার জন্য। তাদের হারানোর ক্ষতি কোনো দিনও পূরণ হবে না… আমি প্রার্থনা করেছি আশেপাশের সবার জন্য। পরিবার, বন্ধু এবং যাদের ভালোবাসা প্রয়োজন সবার জন্য।’

Bkash July

আলি ফজলের প্রেমিকা রিচা চাড্ডা এই পোস্টে মন্তব্য করেছেন। লিখেছেন, ‘খুব সুন্দর। খুব খুশি হলাম দেখে তোমার এই সৌভাগ্য। ধন্যবাদ প্রার্থনা করার জন্য।’

কিছুদিন আগে আলি তার ‘কান্দাহার’ ছবির শুটিং সেট থেকে সহকর্মী নাভিদ নেগাহবান ও জেরার্ড বাটলারের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।

Reneta June

‘কান্দাহার’ পরিচালনা করেছেন রিক রোমান। আফগানিস্তানের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তার জীবনের অভিজ্ঞতা অবলম্বনে তৈরি হবে এই ছবি।

Labaid
BSH
Bellow Post-Green View