চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম

‘পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপদে সরে যাওয়ার পর বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল টুইটারে ভীতিকর অভিজ্ঞতা কথা তুলে ধরেছেন এভাবেই। দোয়া চেয়েছেন সবার জন্য।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন কিউই সফরে থাকা টাইগার দলের ক্রিকেটাররা। তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা জুম্মার নামাজ পড়তে গিয়ে খানিক আগেই ঘটা সন্ত্রাসী হামলার কথা শোনেন। তারা দ্রুত হ্যাগলি ওভালে ফেরত আসেন। মাঠের ড্রেসিংরুমে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, স্থানীয় সময় দেড়টার কিছুপর বন্দুকধারী হামলাকারী মুসল্লিদের ওপর গুলি চালায়। পরে জানালা দিয়ে পালিয়ে যায়। হতাহতের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

তিন টেস্টের সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টটি খেলতে তামিম-মাহমুদউল্লাহরা এখন ক্রাইস্টচার্চে। ম্যাচটি শুরু হওয়ার সূচি শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়।