
অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব -১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন, বিভিন্ন দালাল ও ভুয়া এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়র পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনার পর থেকেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে দালাল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার বেলা ১১ টায় কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
বিজ্ঞাপন