বিজ্ঞাপন
লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
তিউনিসিয়া থেকে ওই ১৫ বাংলাদেশি মঙ্গলবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
লিবিয়ার জুয়ারা থেকে অভিবাসীদের নৌকাটি স্থানীয় সময় গত ৯ মে রওনা হয়। কিন্তু শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে সেটি গভীর রাতে তিউনিসিয়া উপকূলে এসে ডুবে যায়।
নৌকাডুবিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশের নাগরিক।
বিজ্ঞাপন