করোনাভাইরাস এর কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ১৪ এপ্রিলের আগে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেছেন: ভারত লকডাউন থাকায় আগামী ১৪ এপ্রিলের আগে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা সম্ভব নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন: দেশের পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়সীমার পর আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা ইস্যুতে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে তাগাদা দিচ্ছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে: ভারতে আটকা পড়াদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।