চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আবুধাবিতে জ্বালানী ট্যাংকার বিস্ফোরণে নিহত তিন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি বাণিজ্যিক এলাকায় তিনটি জ্বালানী ট্যাংকার বিস্ফোরণে একজন পাকিস্তানি এবং দুইজন ভারতীয় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়জন।

দ্য আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানির (এডনগ) স্টোরেজের কাছাকাছি মুসাফাহ আইজিএডি-৩ এর শিল্পবাণিজ্যিক এলাকায় তিনটি জ্বালানী ট্যাংকার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায়, দেশটির বার্তা সংস্থা আমিরাতস নিউজ এজেন্সি (ইনএ)।
আবুধাবি পুলিশের বরাতে আরব নিউজ জানায়, এছাড়া আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি নির্মাণ সাইটে আরও একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ড্রোন হামলা থেকে এ ঘটনাগুলো ঘটতে পারে বলে জানান পুলিশ।

Bkash July

রয়টার্সে তাদের প্রতিবেদনে জানায়, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আন্দোলন সংযুক্ত আরব আমিরাতে একটি হামলা চালিয়েছে বলে জানায়।
সৌদি জোট জানায়, ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে আরও ববি-ট্রাপড ড্রোন উৎক্ষেপণ করা হয়। এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় তারা।

আবুধাবির ভারতীয় দূতাবাস এই ঘটনার বিষয়ে অবগত হয়েছে জানিয়ে একটি টুইট বার্তা প্রকাশ করে।

Labaid
BSH
Bellow Post-Green View