চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির দেশগুলোর একটি বাংলাদেশ: বার্নিকাট

বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির দেশগুলোর একটি বাংলাদেশ, মন্তব্য করে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, ‘মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলা বাংলাদেশের জন্য বিশ্ববাজারে প্রবেশের পথ সুগম করতে হবে। সহজে বিশ্ববাজারে প্রবেশ নিশ্চিতের জন্য বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।’

সোমবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের-অ্যামচ্যাম পক্ষ থেকে বার্নিকাটকে আনুষ্ঠানিক বিদায় জানানোর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বার্নিকাট আরও বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক বছরের বাণিজ্যিক সম্পর্ক এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করেছে। দেশটির অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অব্যাহত থাকবে।’

দু’দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক অটুট রাখতে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে বার্নিকাটের হাতে ক্রেস্ট ও আবহমান বাংলার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা নকশিকাঁথা তুলে দেন অ্যামচ্যাম-এর প্রেসিডেন্ট মো. নূরুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আফতাব উল ইসলাম, মো. শফিকুল আজিম, মো. নওশাদ আলী প্রমুখ।

Labaid
BSH
Bellow Post-Green View