বিশ্বকাপের উন্মাদনাকে বাড়িয়ে দেবে জাগো: ফেরদৌস

হলিউড কিংবা পাশের দেশ ভারতেও স্পোর্টস নিয়ে অহরহ সিনেমা তৈরি হয়। ফুটবল নিয়েও কম চলচ্চিত্র হয়নি। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে স্পোর্টস কেন্দ্রিক কোনো ছবিই এখনো তৈরি হয়নি। ফুটবল নিয়েতো আরো নেই! অথচ ২০১০ সালেই ফুটবল নিয়ে সাড়া জাগানো ছবি নির্মাণ করেছিলেন নির্মাতা খিজির হায়াত খান। আর সেই ছবিটিই এবার চ্যানেল আইয়ের পর্দায়।