বিরল রক্তের গ্রুপ ’ও পজেটিভ বোম্বে’’
পৃথিবীর সবচেয়ে দুর্লভ রক্তের গ্রুপগুলোর মধ্যে একটি হলো ও পজেটিভ বোম্বে। ২০১৪ সালের এক পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে প্রতি ১ মিলিয়নের মধ্যে মাত্র ৪ জনের মধ্যে এই রক্তের গ্রুপ দেখা যায়। সারা বিশ্বে প্রায় ২৮,০০০ জন এই রক্তের গ্রুপের মানুষ আছে। এই রক্তের গ্রুপ পূর্বভারতীয়দের ছাড়াও ককেসিয়ান এবং জাপানিদের ভেতর পাওয়া গিয়েছে।