চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মৃধা বনাম মৃধা’, মুক্তি কবে?

KSRM

সিয়াম অভিনীত ‘শান’-এর ট্রেলার উন্মুক্তের পর হইচই পড়ে যায় সবখানে। এরমধ্যে এ নায়কের আরেক সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ মুক্তির অনুমতি পেল।

সিনেমাটির পরিচালক রনি ভৌমিক খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন। বলেন, রবিবার (১২ ডিসেম্বর) ‘মৃধা বনাম মৃধা’ আনকাট সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ড থেকে সিনেমাটি দেখে একাধিক সদস্য প্রশংসা করেছেন।

Bkash July

তবে ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও পরিচালক জানান, মুক্তির বিষয়টি এখনও অফিসিয়ালি চূড়ান্ত হয়নি।

একাধিক বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন রনি ভৌমিক। মৃধা বনাম মৃধা তার পরিচালিত প্রথম সিনেমা। তিনি বলেন, সিনেমাটি আমাদের পরিবার, সমাজ ও দেশের গল্প নিয়ে তৈরি। এখানে প্রতিটি চরিত্র সূক্ষ্মভাবে আলাদা আলাদা ফুটে উঠেছে।

Reneta June

‘মৃধা বনাম মৃধা’র সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। গেল ফেব্রুয়ারিতে শুরু হয় এর শুটিং, শেষ হয় আগস্টে। পরিচালক জানান, সিনেমার অডিও ও গ্রাফিক্সের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে চেন্নাইয়ে।

কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড। সিয়াম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নোভা, তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন।

বিজ্ঞাপন