বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে নানা সমীকরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর সফল অভিযান ছিলো এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম আক্রমণ ছিলো ৩রা ডিসেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। পাকিস্তানী বাহিনীর রসদ ও সৈন্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল এসব অভিযান। এছাড়া ঢাকার কাছে ছত্রীসেনা অবতরণেও বিশেষ ভূমিকা রেখেছিলো বাংলাদেশ বিমান বাহিনী।