চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিচার চলার সময় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মৃত্যু

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মারা গেছেন।কায়রোতে আদালতকক্ষে একটি মামলার বিচার চলার সময় জ্ঞান হারানোর পর তিনি মারা যান বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশেন প্রচার করা হয়েছে।

গুপ্তচরবৃত্তির মামলায় হাজিরা দিচ্ছিলেন ৬৭ বছর বয়সী মোহাম্মদ মুরসি। ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সাথে সন্দেহজনক যোগাযোগ রাখার অভিযোগ এনে ওই মামলা করা হয়েছিল।

মিশরের ‘আরব বসন্ত’ নামে খ্যাত সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হয়েছিলেন।

Labaid
BSH
Bellow Post-Green View