প্রায় দুই বছর চলতে থাকা বাণিজ্য যুদ্ধ শিথিল করতে একটি চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও চীন।
চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে ২০১৭ সালের চেয়ে ২শ’ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য বেশি আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মেধাসম্পদ আইন জোরদার করার কথাও বলেছে চীন সরকার।
বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত নতুন বেশকিছু শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে বেশিরভাগ সীমান্ত কর আগের মতোই রয়ে গেছে, যা নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে আরও বৈঠকের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠনগুলো।
ইউএস চেম্বার অব কমার্সে চায়না সেন্টারের প্রেসিডেন্ট জেরেমি ওয়াটারম্যান সাংবাদিকদের এ বিষয়ে বলেন, এখনো আরও অনেক কাজ বাকি আছে।

‘শেষ কথা হলো, রাষ্ট্রপ্রধানরা আপাতত বিষয়টা নিয়ে উৎসব করতে পারেন। কিন্তু দ্বিতীয় পর্যায়ে আলোচনায় বসার জন্য খুব বেশি সময় নেয়া ঠিক হবে না,’ বলেন তিনি।
বুধবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের পক্ষ থেকে চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন দেশটির ভাইস প্রেসিডেন্ট লিউ হি।
চুক্তি সইয়ের পর ট্রাম্প ওয়াশিংটনে দেয়া ভাষণে বলেছেন, এই চুক্তি মার্কিন অর্থনীতিতে ‘রূপান্তর ঘটাবে’। অন্যদিকে চীনা নেতারা একে একটি ‘উইন-উইন’ চুক্তি উল্লেখ করে বলেছেন, এটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত করতে সহায়তা করবে।