
বলিভিয়ার আন্দ্রেয়ান প্রদেশে ভারি বৃষ্টির কারণে হওয়া বন্যা ও ভূমিধসে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। এছাড়াও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি ইভা মোরালেস। দেশটির বেনি, পান্ডো, কোচাব্বা, তারিজ এবং পোতসি অঞ্চলের প্রায় সাড়ে ৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার পানি ও ভূমিধসে সৃষ্ট কাদায় রাস্তাঘাট ভেঙে পড়ায় ত্রাণ ও উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।