চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বনানী অগ্নিকাণ্ড: উন্নত চিকিৎসার জন্য ফায়ারম্যান সোহেল সিঙ্গাপুরে

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় গুরুতর আহত হওয়া ফায়ারম্যান সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

তিনি কুর্মিটোলা ফায়ার স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে প্রেরণ করা হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর পাঠানো হয়েছে। দেখাশোনা করার জন্য ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ তার সঙ্গে আছেন।

জনগনের সেবায় নিজের জীবন বাজিরেখে কাজ করা ফায়ারম্যান সোহেল রানার দ্রুত সুস্থতার জন্য সকলের কাজে দোয়া চেয়েছেন তার পরিবার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদস্যরা।