চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘বচ্চন পাণ্ডে’র শুটিংয়ে ঝাপসা দেখতেন অক্ষয়!

KSRM

শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’। এই ছবিতে অক্ষয়ের লুক একটু ভিন্ন ধরণের। ‘বচ্চন পাণ্ডে’তে অক্ষয়ের একটি চোখ পাথরের। চরিত্র ফুটিয়ে তুলতে বিশেষ ধরণের লেন্স পরতে হয়েছিল অক্ষয়ের। সেটি নিয়েই বিপাকে পড়েছিলেন অভিনেতা।

পাথরের চোখ দেখানো জন্য সাদা লেন্স পরতে হয়েছিল অক্ষয়কে। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ওই লেন্সের কারণে শুটিং-এ কিছুই দেখতে পেতেন না তিনি। সামনের সব কিছু ঝাপসা লাগতো। শুধু বুঝতেন, সামনে কেউ দাঁড়িয়ে আছে।

Bkash July

অভিনেতা আরও জানান, প্রতিদিন সেই লেন্স পরতে এবং খুলতে খুবই কষ্ট হতো। কারণ লেন্সটি বড় ছিল। একা পারতেন না, মেকআপ আর্টিস্টের সাহায্য নিতেন অভিনেতা।

‘বচ্চন পাণ্ডে’ ছবিতে অক্ষয়ের সাথে অভিনয় করেছেন কৃতি শ্যানন, ববি দেওল, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজ, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, সঞ্জয় মিশ্র, অভিমন্যু সিং। পরিচালনায় ফারহাদ সামজি। ২০১৪-র তামিল ছবি জিগরঠান্ডা-র রিমেক ‘বচ্চন পাণ্ডে’।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View