যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেদিন থেকে নির্মাণ কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এই সেতুতে রেল চলাচল করবে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী নুরুল হক সুজন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেলসেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সেতুর নির্মাণ কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে। আরেক ভাগ হবে পশ্চিম অংশে।’
‘‘ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এ সেতুর নির্মাণ কাজ করবে।’’

আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পূর্ব পড়ের নির্মাণ কাজ উদ্বোধন করবেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন