
বইমেলা দুইদিন বেড়েছে, সেই সাথে শিশুপ্রহর মিলে যাওয়ায় আনন্দে মাতোয়ারা শিশুরা। বেচাবিক্রি নিয়েও আশাবাদী শিশু চত্বরের দোকানিরা।
১৯৯৬ সালের পর এই প্রথম বইমেলার সময় বাড়ানো হয়েছে। আর বাড়তি সময়ের সাথে শিশুপ্রহর যোগ হওয়া, এটাও শিশুদের কাছে বাড়তি পাওনা।
শিশুপ্রহরে নির্ধারিত সময়ে সিসিমপুরের দেখা পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। বাড়তি সময়ে শিশু কর্নারগুলোতে বেচাবিক্রি নিয়ে আশাবাদী দোকানিরা।
বইমেলায় সিসিমপুরের দেখা পাওয়া যাবে শুক্র ও শনিবার সকাল ১১টা ত্রিশ, দুপুর তিনটা ত্রিশ এবং সন্ধ্যা ছয়টা ত্রিশে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: