চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথমবারের মতো ‘জেমস বন্ড’ লিখবেন নারী লেখক

লেখিকা কিম শেওউড ‘জেমস বন্ড’-এর নতুন ট্রিলজি লিখবেন। প্রথমবারের মতো কোনো নারী ইয়ান ফ্লেমিং এর সৃষ্ট এই গোয়েন্দা উপন্যাসের সিরিজ লিখতে চলেছেন।

শেওউড জেমসের ‘জেমস বন্ড’ ট্রিলজিটি ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে। এক পৃথিবীর সাথে পাঠকদের পরিচয় করে দেয়া হবে যেখানে বন্ড নেই, তবে নতুন প্রজন্মের জিরোজিরো এজেন্টরা আছে।

বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে শেওউড জানিয়েছেন, তিনি বন্ড সিরিজে আধুনিকতা আনবেন। ‘নারীবাদী দৃষ্টিকোণ’ থেকে তৈরি করা হবে এই ট্রিলজি।

ইংরেজ লেখক ইয়ান ফ্লেমিং তার বিশ্ববিখ্যাত স্পাই থ্রিলার সিরিজের নায়ক ‘জেমস বন্ড’-কে সৃষ্টি করেছিলেন ১৯৫০এর দশকে। জেমস বন্ড শুধু থ্রিলার সিরিজ হিসেবেই সফল নয়, তাকে নিয়ে পরবর্তীকালে তৈরি হওয়া সিনেমাগুলো শত শত কোটি টাকার ব্যবসা করেছে।

Labaid
BSH
Bellow Post-Green View