চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পিতাকে কুপিয়ে হত্যা করল ছেলে

সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রবাস ফেরত ছেলে জসিম উদ্দিন। এ ঘটনায় জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাজপুর গ্রামে এ হত্যার কাণ্ডের ঘটনা ঘটে।

Bkash July

স্থানীয়রা জানিয়েছেন, ২০১৪ সালে জসিম উদ্দিন প্রবাস থেকে দেশে ফিরে। এরপর কিছুটা হতাশায় ছিল সে। আজ দুপুরে পিতার কাছে টাকা চেয়ে না পেলে উত্তেজিত হয়ে ওঠে। কথা কাটাকাটির একপর্যায়ে পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে ডাক্তাররা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, খবর পেয়ে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

ISCREEN
BSH
Bellow Post-Green View