চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে: খালেদা জিয়ার আইনজীবী

নির্বাচন কমিশন কর্তৃক তিনটি আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা রিটের শুনানি নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ থেকে মঙ্গলবার এ আদেশ আসে।

Bkash

আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির সৈয়দ রেফাত আহমেদ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। এবং খালেদার মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

তবে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির এ আদেশের সাথে ভিন্নমত পোষণ করে খালেদা জিয়ার আবেদন খারিজ করেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির।

Reneta June

আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন: নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি বিষটি নিষ্পত্তির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন।

ভিডিও: মনির হোসেন মনু

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View