যুক্তরাজ্যে দেখা দেওয়া করোনাভাইরাসের নতুন প্রজাতির বিরুদ্ধে মডার্নার ভ্যাকসিন লড়াই করতে পারবে বলে জানিয়েছে মডার্না ইনক।
এছাড়া যেকোন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষণ পরিচালনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্য সরকার যখন করোনাভাইরাসের খুবই সংক্রামক প্রজাতি ছড়িয়ে পড়ায় কঠোর নিয়মকানুন আনার কথা ভাবছে তখনই এমন তথ্য জানালো মডার্না।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, তাদের ভ্যাকসিন যুক্তরাজ্যের ওই নতুন প্রজাতির বিরুদ্ধেও লড়াই করতে সক্ষম। সম্প্রতি যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন পায় মডার্না।

মডার্না জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পরের দিকেই সার্স-কোভ-২ ভাইরাসের পূর্বের বেশ কয়েকটি ধরনের ক্ষেত্রে মডার্নার ভ্যাকসিন প্রাণী ও মানুষের সেরা পরীক্ষা করার জন্য প্রয়োগ করা হয়েছে। তখন ভ্যাকসিনটি একইভাবে কার্যকর থাকতে দেখা গেছে।
তবে নিজেদের প্রত্যাশা নিশ্চিত হওয়ার জন্য সামনে আরও কিছু পরীক্ষণ পরিচালনা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
