চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তাজমহলে সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

সেলফির জ্বরে আক্রান্ত বর্তমান সময়টিতে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা খুব একটা বিরল নয়। বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ভারতের তাজমহলও এবার সাক্ষী হলো এমন এক মর্মান্তিক ঘটনার। শুক্রবার দুপুরে জাপানের এক পর্যটক ভালোবাসার অপূর্ব এই নিদর্শন তাজমহলের রয়েল গেটের সিড়ি থেকে পা পিছলিয়ে পড়ে মারা গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাগার সিং বিবিসি’কে সেলফি তোলার সময় সিড়ি থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি জানান।

পুলিশের সুত্রে জানা গেছে, মাটিতে পড়ে গিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং মাথায় গুরুতর আঘাত পাওয়া জাপানি পর্যটক হাসপাতালে মৃত্যুবরণ করেন। জাপানি দূতাবাসকে মৃত্যুর তথ্য জানানো হয়েছে এবং এই ঘটনায় তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

দুঃখজনক এই ঘটনার সময় জাপানি পর্যটকের সাথে আরো তিনজন সঙ্গী ছিলো বলে জানিয়েছেন আগ্রা টুরিস্ট পুলিশ অফিসার সুশান্ত গার। অন্য তিনজনের একজনও নিহত ব্যক্তিটির সাথে সিড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন।

মুঘল সম্রাট শাহ জাহান নির্মিত ১৭ শতকের সমাধি স্তম্ভ তাজ মহলে প্রতিদিন প্রায় ১২ হাজার পর্যটক আসেন।

সাম্প্রতিক বছরগুলোতে সেলফি তুলতে মৃত্যুর বেশকিছু ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুতে বিপজ্জনক পরিস্থিতিতে সেলফি তুলার ক্ষেত্রে তরুণদের সচেতনতা বাড়াতে রাশিয়ার সরকার প্রচারাভিযানও চালিয়েছে।

মে মাসে মস্কোতে ২১ বছরের এক নারী বন্দুক নিয়ে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত নিজের মাথায় গুলি করে বসে। তবে সৌভাগ্যবশত প্রাণ রক্ষা পায় তার। রাশিয়ার রেলপথের বগির উপরে সেলফি তুলতে গিয়ে বেশ কয়েকজন শিশু কিশোরদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও ঘটে। এছাড়াও আগস্ট মাসে স্পেনে ষাড়ের দৌড় উৎসবে সেলফি তোলার সময় এক ব্যক্তি মারা যান।