আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগপন্থী নীল দলের তিন সদস্যের উপাচার্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে। আর কোনো প্যানেল না থাকলে এই তিনজনের মধ্যে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
উপাচার্য প্যানেলে নীল দলের মনোনীতরা হলেন- বর্তমান উপাচার্য ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ এবং শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম মাকসুদ কামাল।
মঙ্গলবার বিকেলে নীল দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৭ সালের ৪ সেপ্টেম্বর নিয়োগ পাওয়ার পর প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে উপাচার্য নির্বাচনের উদ্যোগ নিয়েছেন আখতারুজ্জামান। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচনে বিশেষ সিনেট অধিবেশন বসবে।
এই অধিবেশনে তিন সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচিত হবেন। এই প্যানেল থেকে তিনজনের মধ্যে একজনকে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
