রাজধানীর হাতিরঝিলে আমবাগানের কাছে সড়ক বিভাজনে (ডিভাইডার) একটি প্রাইভেটকার ধাক্কা দিয়েছে। ওই গাড়ি থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যর্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম ঝিলিক আলম (২৩)। তার স্বামীর নাম সাদিক আলম। সাদিক নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। ধাক্কা লাগায় স্বামী সাদিক আলম আহত হননি। তিনি সুস্থ আছেন।
স্ত্রী অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য বাসা থেকে বের হন বলে জানান সাদিক আলম।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা লাগায় ওই নারী আহত হয়েছেন। পরে পুলিশ ওই নারীকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।