ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোনো রকম যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে।
ক্যাথলিক গির্জায় খ্রিস্টীয় ধর্মীয় রীতি অনুসারে গির্জার ধর্মপালক আন্তনি সেন তাদের বিয়ে দেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশনও করা হয়। নব দম্পতিদের মধ্যে ঠাকুরগাঁও জেলার ১২ জন ও পঞ্চগড় জেলার ১৫ জন এবং বরিশাল জেলার ১ জন।
রুহিয়া ক্যাথলিক গির্জার ধর্মপালক আন্তনি সেন বলেন, যৌতুকবিহীন খ্রিস্টান সম্প্রদায়ের ১৪ জোড়া বিয়ে সম্পন্ন হওয়ায় আমরা খুবই আনন্দিত। এসব বিয়েতে কন্যা পাত্রস্থ করতে গিয়ে কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না।
তিনি আরও বলেন, প্রতি বছর বড়দিনের ছুটিকে ঘিরে এ ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় নব দম্পতিদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।