চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায়

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে মঙ্গলবার সকালে সাক্ষ্য দেন তিনি।

Bkash July

আদালতে সংস্কৃতি প্রতিমন্ত্রী একাত্তরের মুক্তিযুদ্ধে ময়মনসিংহে সংঘটিত অত্যাচার-নির্যাতনের ঘটনার সাক্ষ্য দেন।

সেসময় আদালতে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন। আর আসামিপক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার।

Reneta June

প্রায় ১ ঘণ্টা আদালতে অবস্থানের পর ট্রাইব্যুনাল থেকে বের হলে সাক্ষ্য বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী কোনো উত্তর দেননি।

ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের একটি মামলা করেন। সে মামলায় মুক্তিযুদ্ধকালীল ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নান ৮ জনকে আসামি করা হয়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমের অভিযোগ আনা হয়। এই মামলার আট আসামির মধ্যে এম এ হান্নান, ডা. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলী গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আরেক আসামি আবদুস সাত্তার আত্মসমর্পণ করেন।

পলাতক রয়েছেন ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী।

ISCREEN
BSH
Bellow Post-Green View