
টুইটারকে কিছু সময়ের জন্য বিদায় জানালেন বরুণ ধাওয়ান। তিনি তার ইনস্টাগ্রামের পেজে বিষয়টি শেয়ার করেন। ছবি শেয়ার করে বরুণ তাতে ক্যাপশন দেন, ‘টুইটার থেকে সাময়িক বিরতি নিচ্ছি, কিন্তু এটা একেবারে বিদায় নয়। আশা করছি শিগগিরই ফিরে আসব।’
তাই বরুণের কথা থেকে আপাতত নিশ্চিত যে, তার টুইটার অ্যাকাউন্ট এখন ডিঅ্যাক্টিভেট রয়েছে। তবে হঠাৎ করে টুইটার বন্ধের কোনো কারণ তিনি উল্লেখ করেননি।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বিরক্ত হয়ে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু তা কয়জনই বা পারে! কারণ, সময় কাটানোর একটি বড় উপায় এটি। এখন দেখা যাক, বরুণ য়দিন পারেন টুইটার থেকে নিজেকে বিরত রাখতে।
আলিয়া ভাটের সঙ্গে সর্বশেষ ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’তে সাফল্যের পর বরুণ এখন ‘যোদ্ধা টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সালমান খানের ‘যোদ্ধা’ ছবির সিক্যুয়াল। এই ছবিতে বরুণের সঙ্গে আরও অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। ফিল্মি বিট।
