চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন

KSRM

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলায় এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

Bkash

নির্বাচনে মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার ১২১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন। ১২১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৭টি আর সাধারণ কেন্দ্র রয়েছে ৬৪টি।

নির্বাচন উপলক্ষে পুরো নির্বাচনী এলাকা চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও চার প্লাটুন বিজিবি, ৮১০ জন পুলিশের ১০টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের মোবাইল টিম কাজ করছে। এছাড়াও প্রায় সাড়ে ১৮শ’ আনসার সদস্য ভোট কেন্দ্রে দায়িত্বপালন করছে।

Reneta June

উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব, চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটর গাড়ি)।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View