চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টাঙ্গাইলের আসলাম থেকে মান্না

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম এস এম আসলাম তালুকদার। তবে মান্না নামেই অধিক পরিচিত। চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন। নায়করাজ রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু। সেই রাজ্জাকই তাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। ১৯৮৪ সালে তার অভিনীত প্রথম চলচিত্র তওবা। তবে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাগলী। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন। চব্বিশ বছরের কর্মজীবনে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেন। বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনবার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। জনপ্রিয় চলচিত্র অভিনেতাই ছিলেন না, ছিলেন সফল একজন চলচিত্র প্রযোজক।২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।