যুব বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ।
ইনিংসের শুরুতে জুনিয়র টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে চরম চাপের মুখে ব্যাট করছে নামিবিয়া। দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেটের পতনের পর ৪২ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ৫১ রানের মাথায় সালেহ আহমেদ শাওন লিনডিকে ফেরানোর পর ১৭ রান করা লোহান লরেন্সকে ৫৯ রানের মাথায় ফেরান আরিফুল ইসলাম। একই স্কোরে কার্ল ব্রিটসকে ফেরান সাঈদ সরকার।
ম্যাচের পঞ্চম ওভারে রান আউটের শিকার হন নামিবিয়ান ব্যাটসম্যান জেই গ্রিন। এর আগে তৃতীয় ওভারে সাইফুদ্দিনের বলে শান্তের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন যান ইফটি-এটন।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণী ম্যাচে একে-অপরের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও নামিবিয়া। এ ম্যাচের জয়ী দলই কোয়ার্টারে-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে নেপালকে। আর হেরে যাওয়া দলকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা পরের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
আজকের অন্য ম্যাচে স্কটল্যান্ড-সাউথ আফ্রিকা এবং ওয়েষ্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে।