
টাঙ্গাইলের ভুঞাপুরে কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয়ার সময় আটক দেলোয়ার হোসেন (৫০) নামের এক লোক জেল জরিমানার ভয়ে কেন্দ্রের দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় আহত হয়েছে।
রোববার ২৬ ডিসেম্বর বিকেলে উপজেলার ফলদা ইউনিয়ন রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আহত দেলোয়ার ফলদা দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আকবর হোসেনের চাচাতো ভাই। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আহত হওয়াকে কেন্দ্র করে ফল পরিবর্তনের অভিযোগ তুলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

জানা গেছে, ফলদা ইউনিয়ন রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মোহাম্মদ ইউসুফের সহযোগিতায় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাই দেলোয়ার ও এক যুবক জাল ভোট দিচ্ছিল। এসময় তাদের জাল ভোট দেয়ার সময় আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে এক যুবককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আটক দেলোয়ার ভয়ে কেন্দ্রের ২য় তলা থেকে লাফ দেয়। এতে নিচে পড়ে গুরুতর আহত হয়।
ফলদা ইউনিয়ন রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মোহাম্মদ ইউসুফ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, জাল ভোট দেয়ার সময় ওই দুইজনকে আটক করেন ম্যাজিস্ট্রেট। পরে তাদের মধ্যে একজনকে অর্থদণ্ড প্রদান করেন। এসময় আরেকজনকে জেল-জরিমানা করার ভয়ে দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিচে পরে আহত হয়।
এদিকে কেন্দ্রে আসা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় উত্তেজিতরা তাদের অবরুদ্ধ করে রাখে।
পরে রাস্তায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখার পর পুনরায় তারা কেন্দ্রে ফেরত আসেন।