চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলেনি করোনা মহামারি: প্রতিবেদন

নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হচ্ছে ৮শ’ কোটি

করোনা মহামারি দুর্বল হয়ে পড়ার পর বিশ্বব্যাপী জন্মহারে করোনা ভ্যাকসিনের প্রভাব কমতে শুরু করেছে। বিশ্বের জনসংখ্যা নিয়ে সম্প্রতি ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত এক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের হিসাব মতে করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জনসংখ্যা বৃদ্ধিতে স্বল্প মেয়াদী প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে এর কোন প্রভাব নেই।

জাতিসংঘ বলছে, আগামী ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮শ’ কোটি পূর্ণ করবে।

Bkash July

তবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে, করোনা মহামারি ভিন্নভাবে জনমিতিতে প্রভাব ফেলেছে। আমেরিকাজুড়ে অভিবাসীর আনাগোনা বেড়েছে। অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষ আমেরিকায় পাড়ি জমাচ্ছে। মানুষের কর্মজীবনেও পরিবর্তন এনেছে করোনা মহামারি।

ভাইরাস প্রতিরোধে আবিষ্কৃত ভ্যাকসিন এক বছরে বিশ্বব্যাপী ২ কোটি মানুষের জীবন রক্ষা করেছে বলেও জাতিসংঘের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View