চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ‘ওডেস্ক’ এখন ‘আপওয়ার্ক’

অনলাইনে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ওডেস্কের নাম বদলে গেছে। ‘ওডেস্ক’ এখন ‘আপওয়ার্ক’। নতুন ঠিকানা www.upwork.com।

বিশ্বের বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের বছরে ১০০ কোটি ডলারের বেশি কাজের সাইট ওডেস্কে শুধু নামেই নয় পরিবর্তন আনা হয়েছে অনেক ক্ষেত্রেই।

Bkash July

নতুন নামকরণকে নতুন এক অধ্যায়ের সূচনা বলেছেন আপওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান কারসিওল।

স্টেফান জানান, ফ্রিল্যান্সিং জগতে নতুন একটি অধ্যায় শুরু করতেই নতুনভাবে কাজ আরম্ভ করতে যাচ্ছে আপওয়ার্ক। অনেক ধরনের নতুন সুবিধা যুক্ত হয়েছে এতে, মেধাবী ও দক্ষ পেশাজীবীরা যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আরও সহজে কাজ করতে পারবেন এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও দক্ষ কর্মী নিয়োগ দিতে পারবে।

Reneta June

নতুন মোবাইল অ্যাপ থাকছে আপওয়ার্কে। যার মাধ্যমে সাইটের অনেক ফিচার খুব সহজেই ব্যবহার করার সুযোগ তৈরি হবে।

Labaid
BSH
Bellow Post-Green View