
মহামারিতে মুক্তি পেয়েও ভালো দর্শক টেনেছে ডিজনির ‘জঙ্গল ক্রুজ’ সিনেমাটি। শুধু যুক্তরাষ্ট্রেই ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে এই ছবি। জানা গেল, ছবির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে ডিজনি।
নির্মাতা হিসেবে এবারও জাউমি কলেট-সেরা থাকার সম্ভাবনা আছে। নতুন অভিযানে দেখা মিলবে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্টের।
ছবির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন স্কট শেলডন এবং প্রযোজনার দায়িত্বে থাকছেন জন ডেভিস, জন ফক্স, বিউ ফ্লাইন, জনসন, ড্যানি গারসিয়া এবং হিরাম গারসিয়া। ‘জঙ্গল ক্রুজ’-এর সহ লেখক মাইকেল গ্রিন সিকুয়েলের চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন।
৩০ জুলাই মুক্তি পেয়েছে ‘জঙ্গল ক্রুজ’। থিয়েটার এবং ডিজনি প্লাসে প্রিমিয়ার হয়েছিল ছবির। প্রথম তিন দিনে ছবিটি থিয়েটার থেকে আয় করেছে ৩৪.২ মিলিয়ন ডলার। মুক্তির পঞ্চম সপ্তাহে ছবির আয় ছাড়িয়েছে ১০০ মিলিয়ন ডলার। পুরো বিশ্বে এখন পর্যন্ত আয় করেছে ১৮৭ মিলিয়ন ডলার। ভ্যারাইটি
