ছবিতে বাংলাদেশ দলের ‘গোপন’ অনুশীলন

বাংলাদেশ দলের পাঁচ ঘণ্টার অনুশীলনে সাংবাদিকদের জন্য বরাদ্দ কেবল ১৫ মিনিট। ভিডিও ফুটেজ নেয়ার সেশনটা আবার অনুশীলন শুরুর আগে। টাইগার ক্রিকেটারদের ওয়ার্মআপ ছাড়া আরকিছু দেখার সুযোগ একদমই নেই। রুদ্ধদ্বার অনুশীলনের কারণেই কয়েকদিন ধরে বেশ বিপাকে আছেন ক্রীড়া সাংবাদিকরা। কোচ চণ্ডিকা হাথুরুসিংহের অধীনে মিরপুরে কঠোর গোপনীয়তায় এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। বিসিবির ফটোসাংবাদিক রতন গোমেজের পাঠানো ছবিতে অবশ্য অনেকটাই স্পষ্ট, মাঠে কী কী করছেন টাইগার তারকাবাহিনী।
মাঠে কার কী দায়িত্ব, সেটি শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন হেড কোচ হাথরুসিংহে।
অন্যান্য দিনের মতো বুধবারও ম্যাচ সিনারিও অনুশীলন। বরাবরের মতোই ভালো শুরু করছেন তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ।
অল্পের জন্য রান আউট থেকে বাঁচলেন নাঈম।
নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় মোস্তাফিজুর রহমান।
বোলিং শুরুর আগে ওয়ার্মআপ করছেন তাসকিন আহমেদ।
স্পিনে আরও কার্যকরী হওয়ার চেষ্টা মেহেদী হাসান মিরাজের।
লঙ্কা প্রিমিয়ার লিগ মাতিয়ে ফেরা তাওহিদ হৃদয়কে কী বোঝাচ্ছেন হাথরু!
চোট কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো কঠিন চ্যালেঞ্জে কীভাবে জয়ী হবেন, সে টোটকাই হয়ত দিচ্ছেন কোচ।
বিজ্ঞাপন