চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আইয়ে মাহি-বাপ্পীর ‘কি দারুণ দেখতে’

বৃহস্পতিবার দুপুর ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে মাহি-বাপ্পীর ‘কি দারুণ দেখতে’

KSRM

শতাধিক প্রেক্ষাগৃহে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ওয়াজেদ আলী সুমনের ‘কি দারুণ দেখতে’। এসএমএস ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি আবারও চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন দর্শক।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে দেখানো হবে ছবিটি। মাহিয়া মাহি ও বাপ্পি চৌধুরী অভিনীত ‘কি দারুণ দেখতে’ ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, সোহেল খান, মিশা সওদাগর, ডা. এজাজ প্রমুখ।

Bkash

ছবির সব কটি গান লিখেছেন দ্বীপ। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কনা, বিউটি, আহমেদ হুমায়ন, কিশোর ও রূপম। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View