চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চীন ভিসা বন্ধ করায় জাপানের প্রতিবাদ

চীন জাপানী নাগরিকদের ভিসা বন্ধ করে দেয়ায় বুধবার টোকিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে জাপান এ সিদ্ধান্ত পাল্টাতে চীনের কাছে দাবি জানিয়েছে।

এদিকে চীন মঙ্গলবার বলেছে, টোকিও ও সিউলের নেয়া পদক্ষেপের কারণে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রাখবে।

Bkash July

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, চীনের প্রতিশোধমূলক এই পদক্ষেপ দু:খজনক।

তিনি উল্লেখ করেন, জাপানের নেয়া পদক্ষেপ হলো চীনের মুল ভূখন্ড  ও ম্যাকাও থেকে ভ্রমণের আগে এবং অবতরণের পর ভ্রমণকারীদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। কিন্তু চীনা ভ্রমণকারীদের প্রবেশে বাধা নয়।

Reneta June

তিনি বলেন, আমরা কূটনৈতিক উপায়ে চীনের কাছে এর প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, চীনে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দেশটির সরকার করোনার বিরুদ্ধে ‘শূন্য নীতি’ ঘোষণা করেছিল। কিন্তু দেশের জনগণের প্রতিবাদ বিক্ষোভের মুখে চীনা কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করে। এর পর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী।

ISCREEN
BSH
Bellow Post-Green View