চট্টগ্রামে প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এ্যনিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এসময় অনুষ্ঠনে বিভিন্ন বিষয়ে কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. রেয়াজুল হক, জাতিসংঘের প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, এলডিডিপি প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম, ড. খান শহিদুল হক সহ অন্যরা।
এতে বক্তারা বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে অধিকতর নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের কোনো বিকল্প নেই। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়াতে গরু, মহিষ, ভেড়া, ছাগল, পোল্ট্রি ফার্মসহ গবাদি পশু পালনে নারীদেরকেও সম্পৃক্ত করতে হবে। এতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য সরকার প্রস্তুত রয়েছে।
দিনব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেয়।