চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গান নিয়ে আবেগাপ্লুত তাহসান!

KSRM

‘গত কয়েক বছরে আমাকে নিয়ে যতোটা নিউজ হয়েছে, আমার গান নিয়ে ততোটা হয়নি। এটা আমার জন্য এবং পুরো মিউজিক ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের।’-গান নিয়ে এভাবেই নিজের আবেগের কথা জানালেন কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান।

শুক্রবার জনপ্রিয় এই সংগীতশিল্পীর কণ্ঠে নির্মিত একটি মিউজিক ভিডিও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে গান নিয়ে কথা বলেন তাহসান। গানটিতে তারসঙ্গে কণ্ঠ দিয়েছেন মালা।

Bkash July

‘আনমনে’ শিরোনামের এ গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন মালা নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। তানিম রহমান অংশুর পরিচালনায় বেশ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

অনুষ্ঠানে গান আবেগাপ্লুত তাহসান বলেন, একটা সময় ছিলো যখন অ্যালবাম নিয়ে কথা হতো। বলা হতো এই অ্যালবামটির এই চারটি গানের কথা একই রকম গভীরতা আছে। এই তিনটা গানের সুর কীভাবে হৃদয় ছুঁয়ে যায়। এই গানটার শেষে যে টানটা দিয়েছে সেটা কী দারুণ! কী দারুণ তার সুর! এরকম লেখা আমরা প্রতিনিয়তই পড়তাম। কিন্তু এখন আর এ রকম লেখা আমরা পড়ি না। এর কারণ হচ্ছে গানকে আমরা সেলিব্রেট কম করি। এরকম অনুষ্ঠানও আর হয় না। আর তাই হয়তো আমরা গানের প্রচারটাও ঠিকমতো করি না।

Reneta June

গান নিয়ে নিজের কষ্টের জায়গা তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে তাহসান বলেন, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে অতন্ত কষ্টের সঙ্গে একটি কথা বলতে চাই। সেটা হলো গত এক বছরে আমাকে নিয়ে অন্য যতো নিউজ হয়েছে বা আপনারা করেছেন তার খুবই কম নিউজ হয়েছে আমার গান নিয়ে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের। যাইহোক আমি আগের মতো গান নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ আশা করছি সাংবাদিক ভাইদের কাছ থেকে।


নতুন এই গানটি সম্পর্কে তাহসান বলেন, আপনারা যদি একটু পাশ্চাত্যের মিউজিক ভিডিও দেখেন। তাতে দেখতে পাবেন কোনো স্টোরি থাকে না। শুধু ফিল থাকে, কালারস থাকে, ইমোশন থাকে। আমার মনে হয় আমাদের এই গানটি ঠিক সেরকম কিছুই হয়েছে।

মিউজিক ভিডিওটি সম্পর্কে সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন,  সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করে আসছে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। এরই ধারাবাহিকতায় প্রোডাকশন হাউজটির অনলাইন ঠিকানা ‘সিলভার স্ক্রিন’-এর যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলটিতেই দেখা যাবে। সবাইকে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানাই।

বিজ্ঞাপন