চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গানের জন্যই গণমানুষের হৃদয়ে ফকির আলমগীর

মার্ক্স থেকে মাইজবান্ডারি, লেনিন থেকে লালন। বিষয়ভিত্তিক গানেও বেশ সরব ছিলেন ফকির আলমগীর…

মনে প্রাণে নিজেকে গণসংগীতশিল্পী ভাবতেন সদ্য প্রয়াত ফকির আলমগীর। ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ৯০ এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে।

তিনি মনে করতেন, গণসংগীত প্রতিবাদের ভাষাকে শানিত করে। মানব মুক্তির গান মানেই তার কাছে ছিলো গণসংগীত। তার ভাষায়, `যতোদিন এই জনপদে শ্রেণিবৈষম্য থাকবে, শোষণ-বঞ্ছনা থাকবে, অন্যায় অবিচার থাকবে- ততোদিন গণসংগীত থাকবে। এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে না।’

Bkash July

মার্ক্স থেকে মাইজবান্ডারি, লেনিন থেকে লালন। বিষয়ভিত্তিক গানেও বেশ সরব ছিলেন তিনি। এ বিষয়ে তার ভাষ্য, `বিষয়ভিত্তিক গান দিয়েও আমি মানুষের মনে আলাদা রকম জায়গা করে নিয়েছি। আমি মনে করি, বিষয়ভিত্তিক গান মানুষের চেতনায় আলো ছড়ায়।’

ইমপ্রেস অডিও ভিশনের সৌজন্যে এখানে থাকলো তার কণ্ঠে গাওয়া কিছু গান:

Reneta June

ও সখিনা:

মায়ের একধার দুধের দাম:

মন আমার দেহ ঘড়ি:

কষ্টের কথা বলতে গেলে:

এই সূর্যের উদয়ের পর:

ফকির আলমগীরের গান:

Labaid
BSH
Bellow Post-Green View