চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খুলনা টেস্ট: এক উঠে আসার গল্প

খুলনা টেস্ট শেষ হয়ে একদিন পেরিয়ে গেছে। তা নিয়ে এত দেরিতে লিখছি কেন? আসলে এই টেস্ট নিয়ে, এই টেস্টের বাংলাদেশ দল নিয়ে, দলের অনবদ্য কাণ্ড কীর্তি নিয়ে এক সপ্তাহ পরও লিখা যায়। লিখতে বসা যায় এক মাস, বছর বা এক যুগ পরেও। কী এমন কাণ্ড করেছে বাংলাদেশ? আমরাতো সবাই জানি ।

এক টেস্টে দুই দলের দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি পৃথিবী দেখেছে প্রথমবার। দেখেছে কোনো দলের দ্বিতীয় ইনিংসে সব চাইতে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ (তামিম-কায়েস )। বাংলাদেশের ইতিহাসে ওপেনারদের প্রথম ট্রিপল সেঞ্চুরি জুটি, ইত্যাদি। না, রেজাল্ট আর পরিসংখ্যান তুলে ধরার উদ্দেশ্যে এই লেখা না। এই টেস্ট এক অসাধারণ উঠে আসার গল্প । এই উঠে আসা বাংলাদেশের ক্রিকেটের। এই উঠে আসা এক পার্মানেন্ট আন্ডারডগের। এই উঠে আসা ক্রিকেট স্বপ্নে বিভোর রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট এক নীরিহ জাতির। খুলনাতেই যে শুরু তা অবশ্য নয়।

Bkash July

শুরুটা অস্ট্রেলিয়ার মাটিতে। বিশ্বকাপ দিয়ে শুরু। ধংসস্তুপ থেকে উঠে দাঁড়ানোর মন্ত্রটা আসলে শেখা সেখান থেকেই। যে বাংলাদেশ আগে দুই ওপেনারের উইকেট দ্রুত হারালে ঘুরেই দাঁড়াতে পারতো না সেই বাংলাদেশ উল্টোটাই করছে বেশি । এই বাংলাদেশ দলের খেলোয়াড়রা একজন আরেকজনকে ব্যাটে-বলে ব্যাক আপ করা শিখে গেছে। একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করা শিখে গেছে । ক্রিজে আগেরজনের করে যাওয়া ক্ষতিপূরণ করতে শিখেছে পরের জন। মোট কথা এতদিনে একটা কমপ্লিট টিম হিসেবে দাঁড়িয়ে গেছে আমাদের ক্রিকেট দল।

ওয়ান ম্যান শো’র দিন শেষ । এই বাংলাদেশ এখন আর ‘ওয়ান হিট ওয়ান্ডার’-এও  বিশ্বাস করে না। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা মোক্ষম এক উদাহরণ। ফতুল্লায় হওয়া সেই প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করে ওডিআই সিরিজ, সলিটারি টিটুয়েন্টি হয়ে সবশেষ খুলনা টেস্টটা দেখুন। একেবারেই বদলে যাওয়ার ছবি। এই বদলে যাওয়ার নায়ক কি শুধু খেলোয়াড়রাই? অবশ্যই না। এর পেছনে আছেন কোচ, কোচিং স্টাফ, সিলেক্টর থেকে শুরু করে আরো এক গাঁদা মানুষ।

Reneta June

এই প্রশ্নে চান্দিকা হাথুরুসিংহেকে আলাদা কৃতিত্ব দিতেই হবে। খেলোয়াড়দের চোখ স্কোর কার্ড থেকে সরিয়ে আনার দু:সাধ্য কাজটা সাফল্যের সঙ্গে করে চলেছেন তিনি দিনের পর দিন। আগে প্রতিপক্ষের দাঁড় করানো বড় স্কোর দেখলেই ভড়কে যেত আমাদের দল। স্কোরকার্ডে নিজেদের সংগ্রহ ছোট দেখলে অসহায় মনে করতো নিজেদের। এখন আর তা হচ্ছে না। টার্গেট যা-ই থাকুক চ্যালেঞ্জ করার মানসিকতাটা এসে গেছে। অন্যের ওপর ছেড়ে না দিয়ে নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেয়ার প্রতিশ্রুতিও যোগ হয়ে গেছে। জ্বলন্ত উদাহরণ খুলনা টেস্ট। প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে পড়ে কি আত্মবিশ্বাসেই না ম্যাচটাকে বাঁচিয়ে ফেললো বাংলাদেশ! বাংলাদেশের এই দ্বিতীয় ইনিংসটা অধুনা টেস্ট ব্যাটিংয়ের কোচিং ম্যানুয়েলে ঢুকে পড়ার মতোই ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উত্তরণটা স্পষ্ট। আইসিসি’র সাম্প্রতিক র‍্যাংকিংও তার সাক্ষী। সেদিন টিটুয়েন্টি”র একমাত্র ম্যাচটায় পাকিস্তানকে উড়িয়ে দিলেও এই ফরম্যাটে বাংলাদেশ কতটুকু এগিয়েছে বা আদৌ এগুচ্ছে কি না তা আমি নিশ্চিত না। এর প্রোগ্রেস রিপোর্ট জানতে হলে আপনাকে, আমাকে দেখতে হবে বাংলাদেশের আরো কিছু টি-টুয়েন্টি ম্যাচ। টেস্টের ব্যাপারেও চূড়ান্ত মন্তব্যে যাওয়া ঠিক হবে না এখনি। এর জন্যে অপেক্ষা করতে হবে আগামী ইন্ডিয়া, সাউথ আফ্রিকা সিরিজ নাগাদ।

ওই দুই হোম সিরিজে দেখতে হবে পাকিস্তানের বিপক্ষে অর্জিত সাফল্য বা ফাইটিং স্পিরিট ধরে রাখতে পারছে কি না আমাদের দল। গত দুই মাস  দারুণ খেলছে বাংলাদেশ- এর মানে এই না যে সারাটা বছরই এমন যাবে। প্রকৃতির নিয়মেই সামনে আসবে পরাজয়, আসতে পারে খুব খারাপ এক দুইটা দিন। এগুলোর জন্যে প্রস্তুত থাকতে হবে আমাদের। হতাশ হলে চলবে না। আমরা যারা খেলা দেখি, খেলা নিয়ে লেখি, প্রেসবক্সে বা গ্যালারিতে যাই, নিজের দলকে ভালোবাসি তাদের অতিমাত্রিক হতাশা আমাদের দলের পারফরম্যান্সে বড় রকমের প্রভাব ফেলতে পারে। খুলনা টেস্টের দুই দিন শেষ না হতেই যে পরিমাণ হতাশা, অভিযোগ আর আক্ষেপ ফুটে উঠেছিলো আমাদের অগণিত ভক্ত সমর্থকের উচ্চারণে, সাংবাদিক-লেখকদের লেখায় তা ছিলো রীতিমতো বিস্ময়কর!

এমনটি হতে থাকলে যতটা এগিয়ে যাওয়ার পথ ধরেছে আমাদের ক্রিকেট পিছিয়ে যাবারও পথ ধরে ফেলতে পারে ততটাই! দু’দিন পরই মিরপুরে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। খেলাটা হয়তো অনেক জমে উঠবে। হয়তো জমবেই না। বৃষ্টি এসে বাদ সাধবে হয়তো। বাংলাদেশ হয়তো এগুবে আরো একধাপ। হয়তো পিছলে যাবে এগিয়ে যাওয়ার পথ থেকে। কি হবে ওই পাঁচদিন আমরা কিছুই জানি না এখন। তবে যা-ই হোক খেলার গতি প্রকৃতি আর ফলাফল- অস্থির হলে চলবে না আমাদের। টেস্ট খেলায় নৈপুণ্যর পাশাপাশি ধৈর্য্যও জরুরি।

(ফরহাদ টি‌টো: বাংলা‌দে‌শে আধু‌নিক ক্রীড়া সাংবা‌দিকতার প‌থিকৃৎ। এখন কানাড‌া প্রবাসী।)

Labaid
BSH
Bellow Post-Green View