রবি শাস্ত্রীসহ ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফরা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ৪৫ দিন বাড়তি সময় পাবেন কাজ চালিয়ে যাওয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।
প্রধান কোচ শাস্ত্রীর পাশাপাশি সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর. শ্রীধরও দেড় মাস বাড়তি সময় পাচ্ছেন। ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এই সিদ্ধান্ত নেয়ার পর বিসিসিআই তাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করে।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার পর সিওএ অ্যাডহক ভিত্তিতে সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্বকাপের পর সাপোর্ট স্টাফদের ভাইভা নেয়া হবে।
চলতি বিশ্বকাপের পরপরই বিসিসিআইয়ের সঙ্গে কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে নতুন ঘোষণার ফলে কোহলিদের সঙ্গে আরো ছয় সপ্তাহ থাকবেন শাস্ত্রীরা।
বিজ্ঞাপন