রংপুর প্রতিনিধি: জাপানী নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
রোববার রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন রংপুর জেলা বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার।
এ মামলায় ৫৫ জন সাক্ষী আসামীপক্ষে একজন সাফাই সাক্ষী দিয়েছেন।
আসামী পক্ষের আইনজীবী অভিযুক্তদের নির্দোষ দাবী করে রায়ে তারা বেকসুর খালাশ পাবেন বলে আশা প্রকাশ করেন।

২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়ার আলুটারি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা জাপানী নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে।
এ মামলার ৮ আসামীর মধ্যে ২ জন গ্রেফতারের পর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। একজন পলাতক থাকলেও বাকী ৫ আসামী রংপুর জেল হাজতে রয়েছে।