আর মাত্র দুই সপ্তাহ বাকি অস্কারের। চলছে জল্পনা কল্পনা। বিশেষ করে কার হাতে উঠবে সেরা ছবির পুরস্কার, তা নিয়ে আগ্রহের শেষ নেই সিনেমাপ্রেমীদের।
এবছর সেরা ছবির লড়াইটা হাড্ডাহাড্ডি। কেউই যেন কারো থেকে কম নয়। সেরা অভিনেতা হিসেবে জোয়াকুইন ফোনিক্স আর অভিনেত্রী হিসেবে রেনে জেলওয়েগারের নাম সবার আগে আসলেও সেরা ছবি হিসেবে কোনোটির নাম একক ভাবে প্রাধান্য পাচ্ছে না এবার।
সেরা ছবির মতোই সেরা নির্মাতার পুরস্কার কার হাতে উঠবে তা নিয়েও আগে থেকে কিছু বলা যাচ্ছে না এবার। কারণ সবাই যেন সমানে সমান।
ধারণা করা হচ্ছে, ‘১৯১৭’র জন্য স্যাম মেনডেস অথবা ‘প্যারাসাইট’র জন্য বং জুন হো জিতবেন সেরা নির্মাতার পুরস্কার। তবে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ ছবির জন্য কোয়েন্টিন টারান্টিনোও পেয়ে যেতে পারেন সেরা নির্মাতার পুরস্কার।

গত বছর যে ছবিগুলো জনপ্রিয়তা পেয়েছে, সেসব ছবিই এবার অস্কারের মনোনয়নে। সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে আটটি চলচ্চিত্র। ‘ফোর্ড ভার্সেস ফেরারি’, ‘দ্য আইরিশম্যান’, ‘জোজো র্যাবিট’, ‘জোকার’, ‘লিটল ওমেন’, ‘ম্যারিজ স্টোরি’, ‘১৯১৭’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ ও ‘প্যারাসাইট’। অস্কার বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করছেন ‘১৯১৭’ জিতবে সেরা ছবির পুরস্কার।
৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।