সিরাজগঞ্জের খোকশাবাড়ী এলাকায় অজ্ঞাত বাস চাপায় মোটরসাইকেলে থাকা এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১ জন।
আজ বুধবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলো- সমাজকল্যাণ মোড় এলাকার জুয়েল হোসেনের ছেলে জিছান (১৯)। আহত কলেজছাত্র একই এলাকার মানুর ছেলে সিফাত (১৮)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু’জন ছোনগাছা কারিগরি কলেজের ছাত্র। সকালে বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে খোকশাবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিছান মারা যায় এবং গুরুতর আহত হয় সিফাত। পরে স্থানীয়রা সিফাতকে উদ্ধার করে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।