মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, কিটসহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব পণ্য বিনাশুল্কে আনা যাবে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবিলায় এসব পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় বাড়াল সরকার। শুল্কমুক্ত সুরক্ষাসামগ্রী আমদানির সর্বশেষ সময় ছিল ৩১ ডিসেম্বর।
তবে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে আমদানিকারককে অবশ্যই সরকারি নিবন্ধনভুক্ত (আইআরসি) ওষুধ কোম্পানি, মেডিক্যাল সরঞ্জাম উৎপাদক ও পোশাক উৎপাদানকারী প্রতিষ্ঠান হতে হবে।
করোনা শুরুর প্রথম দিকে গত বছরের এপ্রিলে সব ধরনের সুরক্ষা সামগ্রীর আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, অগ্রিম আয়করসহ যাবতীয় শুল্ক-কর মওকুফ করেছিল সরকার।
প্রথম দফায় যে সুবিধা দেয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ পর্যন্ত তিন দফা সময় বাড়নো হলো।